জেলায় শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ হাজার ৩৪০ পিস কম্বল বরাদ্দ এসেছে।
কম্বলগুলো জেলার ৭ উপজেলার ৬৯টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে এসব কম্বল বিতরণ সম্পন্ন হবে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এস. এম দেলোয়ার হোসাইন বাসস’কে জানান, সমাজের দুস্থ, অসহায় ও বয়স্ক শীতার্ত মানুষের শীত নিবারণের জন্যই এসব কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে এসব কম্বল পাওয়া গেছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় এসব কম্বল পাঠানো হয়েছে। বিভিন্ন স্থানে বিতরণ কার্যক্রম চলছে।
তিনি জানান, প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার জন্য ৪১০ টি করে কম্বল বরাদ্দ পাওয়া গেছে। মোট কম্বলের মধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৭৪০ পিস, বোরহানউদ্দিন, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলায় ৪ হাজার ১০০টি করে ১২ হাজার ৩০০ পিস, তজুমদ্দিনে ২ হাজার ৫০, চরফ্যাশনে ৮ হাজার ৬১০ এবং মনপুরায় ১ হাজার ৬৪০ পিস কম্বল বরাদ্দ রয়েছে। (বাসস)