জেলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নে আজ ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে ইউপি চেয়রম্যান বশির আহম্মদ এ সব ব্যাগ ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা একটি করে ব্যাগ পেয়েছে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন নবীন, শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব শ্যামল দত্ত, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। (বাসস)