জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় অবৈধ কারেন্ট জাল পরিবহনের দায়ে আজ ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার সন্ধ্যায় ভোলা সদর থেকে থ্রি-হুইলার যোগে লালমোহন উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে তাদের আটক করা হয়।
এরা হলো এনায়েত (৪২), শাহে আলম (৩৮) ও নুর বাহাদুর (৪০)। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ সোমবার সকালে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের কারেন্ট জালসহ ৩ জনকে আটক করা হয়। আজ সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান