ভোলার বোরহানউদ্দিনে ৩১৩ পিস ইয়াবা, ১ কেজি ২৫ গ্রাম গাঁজা ও নগদ ১০ হাজার টাকাসহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খানসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১টায় পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার কাচীয়া ইউনিয়নের কুঞ্জের হাট এলাকা থেকে ওই ৯ জনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান, কুঞ্জের হাট ভিপিএম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোকাম্মেল হক ভূইয়াসহ ৯ জনের কাছ থেকে ৩১৩ পিস ইয়াবা, ১ কেজি ২৫ গ্রাম গাঁজা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জিরো টলারেন্সে মাদকবিরোধী অভিযান মাদকমুক্ত না হওয়া পর্যন্ত চলবে বলেও তিনি জানান।
আজকের বাজার/এমএইচ