জেলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: শরিফ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে আহমদপুর ইউনিয়নের হাজিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শরিফ ঐ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইকবাল হোসেন’র ছেলে ও হাজিরহাট বাজারের স্টুডিও ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, রাতে শরিফ তার প্রতিষ্ঠানে আইপিএস মেরামতের কাজ করছিলো। এসময় অসতর্কতায় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান