ভোলার তজুমদ্দিনে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

জেলার তজুমদ্দিন উপজেলায় আজ জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে  ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় নিবন্ধিত ৩৭ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বকনা বাছুর তুলে দেন ভোলা- ৩ আসনের  সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যন মহিউদ্দিন পোদ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, মেরিন ফিশারিজ অফিসার মো. আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে, সংসদ সদস্য নরুন্নবী চৌধুরী শাওন তজুমদ্দিন উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন। (বাসস)