ভোলা, জেলার দৌলতখান উপজেলায় আজ তিনতলা বিশিষ্ট একটি ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
এশিয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে দৌলতখান পৌর এলাকার ৯ নং ওয়ার্ড এলাকায় ‘সিটিইআইপি’ প্রকল্পের আওতায় সাহেবেরহাট মাদ্রাসা কাম সাইক্লোন সেল্টার নির্মানে ব্যয় হয়েছে প্রায় চারকোটি টাকা।খবর বাসস।
শনিবার দুপুরে এটি উদ্বোধন করেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উদ্বোধনি অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, বর্তমান সরকার দেশে দুর্যোগ মোকাবেলায় ব্যাপক কাজ করে যাচ্ছে। ভোলা জেলা উপকূলীয় এলাকা হওয়ায় এখানে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। নবনির্মিত এই সাইক্লোন সেল্টারের ফলে এলাকায় বিপদ ঝুঁকি কমে আসবে এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম প্রমুখ।
আজকের বাজার/লুৎফর রহমান