জেলার দৌলতখান উপজেলায় আজ ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৬০০জন ক্ষতিগ্রস্তের মাঝে ৩০ কেজি করে চাল তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ আপনাদের কাছে ছুটে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের জন্য এসব চাল পাঠিয়েছেন। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তাদের পুনর্বাসনের কাজ শুরু হবে।
এসময় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আওলাদ হোসেনসহ
অন্যরা উপস্থিত ছিলেন। (বাসস)