জেলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম (৫) ও নূর হাফেজ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোট স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. সিয়াম ওই এলাকার ইউসুফ নবীর ও নূর হাফেজ ইউনুস নবীর ছেলে।
মৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, তারা দু’জনে সম্পর্কে চাচাতো ভাই হয়। পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় তারা। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোন সন্ধান পায়নি। পরে পুকুরে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বুধবার রাতে সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।