জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ বৃহ্স্পতিবার সরকারি অনুদানে কৃষকদের মাঝে ৬৫ টি আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। এনএটিপি-২ প্রকল্পের আওতায় এগ্রিকালচার ইনোভেশন ফান্ডের মাধ্যমে বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা অডিটোরিমায়ে ১৮০ জন কৃষকের মধ্যে এসব যন্ত্র বিতরণ করেন স্থানীয় (ভোলা-২) সংসদ সদস্য আলী আজম মুকুল।
এসব যন্ত্রের মধ্যে, কৃষি পণ্য পরিবহনের জন্য ২টি পিকআপ ভ্যান, ৭টি পাওয়ার ট্রিলার, ৭টি ধান মাড়াই যন্ত্র, ৭টি (সেচযন্ত্র) এলএলপি, ৮টি ফুট পাম্প ও ৩২টি হ্যান্ডস্টেয়ার রয়েছে। উন্নত এসব যন্ত্র প্রদানে কৃষকদের পণ্য মূল্যের ৭০ ভাগ সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষি ও কৃষকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে কৃষকদের প্রণোদনাসহ অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আজকের এ অনুষ্ঠানে কৃষকদের সঞ্চিত অর্থ রয়েছে ৩০ ভাগ, বাকি ৭০ ভাগ সরকারি অনুদানে তাদেরকে অত্যাধুনিক কৃষি যন্ত্র দেওয়া হচ্ছে। এর ফলে তাদের উৎপাদন বৃদ্ধিসহ তারা আর্থিকভাবে লাভবান হবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুকের সভাপতিতত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,ইউপি চেয়ারম্যান আব্দুর রব কাজী প্রমূখ। উল্লেখ্য, এনএটিপি প্রকল্পের মাধ্যমে জেলার উপজেলা সদর, বোরহানউদ্দিন, তজুমোদ্দিন ও মনপুরায় কৃষকদের জীবন মান উন্নয়নে কাজ চলছে।
বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়নে ৩০ সদস্য বিশিষ্ট ৯০ টি গ্রুপ কাজ করছে। নিজস্ব সমিতির মাধ্যমে অর্থ সঞ্চয় ও সরকারি অনুদানে আজ ৬টি গ্রুপের ১৮০ জন সদস্যের মাঝে এসব যন্ত্র বিতরণ করা হয়। এর আগে একইস্থানে সংসদ সদস্য আলী আজম মুকুল উপজেলার ১৪’শ ৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে চলতি রবি মৌসুমের কৃষি প্রণোদনার আওতায় উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান