জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ অগ্নিকান্ডও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১’শ ১০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কৃতক প্রদত্ত প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকার চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল।
এসময় এমপি মুকুল বলেন, এসব টিন ও অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঠিয়েছেন। এ বর্ষায় অসহায় পরিবারগুলাকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার প্রমূখ উপস্থিত ছিলেন। (বাসস)