ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে

জেলার মনপুরা উপজেলায় আজ ভোর রাতের দিকে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে। রাত পৌনে ৪ টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি মুদির দোকান, একটি পান ও ডিমের দোকান, খাবার ফিডের দোকান, ওষুধের ফার্মেসি দুইটি, একটি চায়ের দোকান ও মসলার দোকান। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরূপণের তালিকা তৈরীর কাজ চলছে।

মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফজলুর রহমান আজ সকালে বাসসকে জানান, গত রাত ৩:৪০ মিনিটে হাজিরহাট বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট  ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭ টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। (বাসস)