ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় করোনা সংক্রমণ রোধে তাবলীগ জামায়েতের ৩৭ সদস্যসহ মোট ২১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়া মনপুরায় দুটি বাড়ি ও দৌলতখান উপজেলার দলিলখার হাট বাজারে একটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলা রহমান জানান, বুধবার রাতে নারায়ণগঞ্জ থেকে এক নারী দৌলতখানের দলিলখার হাটে চলে আসেন। করোনা ঝুঁকি থাকার কারনে ওই বাড়িটি প্রশাসন লকডাউন করা হয়।
অপরদিকে, ঢাকার মিরপুর ও যাত্রাবাড়ী থেকে দুই ব্যক্তি মনপুরায় নিজ বাড়িতে চলে আসায় ওই বাড়ি দুটি লকডাউন করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান