জেলার লালমোহন উপজেলায় আজ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাইস ট্রান্সপ্লান্টারে অর্থ ও সময় সাশ্রয় হয়। তিন একর জমিতে চারা রোপণে ১০ জন শ্রমিকের একদিন সময় লাগে। অথচ সেখানে যন্ত্রের মাধ্যমে করলে মাত্র একঘন্টা সময় লাগে। হাতে রোপণে ব্যয় হয় ৬ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা আর যন্ত্রের মাধ্যমে ব্যয় হয় ৪ হাজার টাকা থেকে সাড়ে চারহাজার টাকা। (বাসস)