ভোলার লালমোহনে মাছের পোনা অবমুক্ত

জেলার লালমোহন উপজেলায় আজ দেশি প্রজাতির  মাছের উৎপাদন বৃদ্ধিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ২০২৩-২০২৪ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার ১৬টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে সাড়ে ৫’শ কেজি কার্প জাতের পোনা অবমুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ্যুল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার, উপজেলা সমাজসেবা অফিসার মামুন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থান লক্ষে ১৭টি বকনা বাছুর বিতরণ করেন। (বাসস)