জেলার ১০টি থানা এলাকায় আজ থেকে পুলিশের টহল ডিউটিসহ আইন-শৃ্খংলা রক্ষায় সার্বিক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল থেে জেলার ১০টি থানা ও ১০টি তদন্ত কেন্দ্রে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত কয়েদিন পুলিশ শুধু থানা অভ্যন্তরে সিমীত পরিসরে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করতো। থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্থি ফিরে এসেছে জনজীবনে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান বাসস’কে বলেন, জেলার ১০টি থানা ও ১০টি তদন্ত কেন্দ্রে পুলিশের সেবা কার্যক্রম এক মিনিটের জন্যও বন্ধ ছিলো না। আমাদের বাইরের কার্যক্রম পরিবর্তিত প্রেক্ষাপটে সাময়িক বন্ধ ছিলো। আজ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বিক কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল দিতে দেখা গেছে। দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা শিক্ষার্থী ও বিভিন্ন সেচ্ছাসেবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। (বাসস)