ভোলার ৩টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

জেলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমদিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলব।
এ ৩ উপজেলার মোট ৭ লক্ষ ৫১ হাজার ৪’শ ৯৪ জন ভোটার ২৫২ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৯১ হাজার ৬’শ ৪৭ জন, নারী ভোটার রয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৮’শ ৪১ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন। এছাড়া মোট ২৫২ টি কেন্দ্রের মধ্যে ১৩৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। এসব কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
৩ উপজেলার নির্বাচনে মোট ৩৭ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশ নিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন বাসেস’কে বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায়  ভোট গ্রহণ চলছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, সব ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ মাঠে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ফরিদ হোসেন ও আবুল কালাম বলেন,  তারা নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রে আসতে তাদেরকে কেউ বাধা দেননি।
বাপ্তা  ইউনিয়নের টবগী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে স্কুল শিক্ষিকা ফাতেমা বেগম কেন্দ্রের পরিবেশের  সন্তোষ প্রকাশ করে বলেন,  এমন পরিবেশ অব্যাহত থাকলে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। (বাসস)