জেলার চারটি সংসদীয় আসনে আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোটারদের বিভিন্ন কেন্দ্রে লাইন দিয়ে ভোট প্রদান করতে দেখা গেছে।
অবাধ, সুষ্ঠং ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে বেলা বাড়ার সাথে-সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
জেলার চারটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থী ও স্বতন্ত্র ২ জনসহ মোট ১৬ জন প্রার্থী অংশ নিয়েছে। আজকের নির্বাচনে জেলার চারটি নির্বাচনী এলাকার মোট ১৫ লাখ ৫৩ হাজার ৭৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পূরুষ ভোটার রয়েছে ৮ লাখ ৭৬ হাজার ১৮, নারী ৭ লাখ ৪৬ হাজার ১২০ ও ১৪ জন হিজড়া ভোটার রয়েছে। মোট ৫২৬টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৩২টি ভোট কক্ষে বিকেল চারটি পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্টেট্র, পুলিশের প্রায় সাড়ে ১ হাজার ৭০০ পুলিশ, নৌ-বাহিনীর প্রায় ৮০৩ জন সদস্য, বিজিবি’র ১৮৩ জন, আনসারের প্রায় সাড়ে ৬ হাজার সদস্য, র্যাবের প্রায় ১০০ জন ও কোস্টগার্ডের ৩৪০ জন সদস্য মাঠে কাজ করছে।
শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। এখানে ভোট দিতে আসা লতিফ মিয়া ও কবির হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পরায় তারা খুশি। কেন্দ্রে আসতে কোন বাঁধা বা হয়রানির শিকার হতে হয়নি তাদের।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি নির্বাচনী এলাকায় সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। আমাদের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা মাঠে রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে পাঁচস্তরের নিরাপত্তা। উৎসবমূখর পরিবেশে ভোট হচ্ছে। (বাসস)