ভোলায় অগ্নিকাণ্ড,শতাধিক দোকান ভস্মীভূত

ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকান পুড়ে গেছে।

গতকাল ভোলা শহরের মনিহারি পট্টি, চকবাজার ও খালপাড় সড়কে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মনিহারি পট্টির একটি হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় গ্যাস সিলিন্ডার, তেলের ড্রাম, রং ও স্প্রিটসহ দাহ্য পদার্থে আগুন লেগে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারন করে তা চকবাজার এলাকায়ও ছড়িয়ে যায়।

প্রথমে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে আরো ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় প্রায় অর্ধ শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

আরজেড