জেলা সদরে আজ দুস্থ ও অসহায়দের আত্বকর্মসংস্থানের লক্ষ্যে ভ্যান গাড়ি ও সবজি প্রদান করা হয়েছে। বেলা ১১ টায় স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যেগে ভোলা সরকারি স্কুলের সামনে ১০ জন অসহায় ব্যক্তির মাঝে এসব তুলে দেয়া হয়।
এসময় প্রত্যেকটি ভ্যানে ২০ কেজি আলু, ২০ কেজি কচু, ৫ কেজি রসুন, ৫ কেজি কাঁচা মরিচ, ২০ কেজি মিষ্টি কুমোর, ২০ কেজি পেঁপে, ২০ কেজি ঢেরস, ১০ কেজি পেঁয়াজ, ১০ কেজি মূলা ও ২০ কেজি লাউ বিতরণ করা হয়, যাতে এসব সবজি বিক্রি করে অসহায় ব্যক্তিরা স্বাবলম্বী
হতে পারে।
প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ইসতিয়াক বাবু জানান, সমাজের অসহায় মানুষের কল্যাণে তাদের এ প্রতিষ্ঠান কাজ করছে। এর আগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান