‘নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যলয়ের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এখানে বক্তারা বলেন, নারী ও শিশুর উপর ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটছে। যার ধরণ প্রতিনিয়ত পরিবর্তন ঘটেছে । তারা ঘরে বাইরে, রাস্তাঘাটে,যানবাহনে,কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরণের হয়রানির শিকার হচ্ছে। তাই যেকোন ধরণের নির্যাতন ও সহিংসতা বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। পাশাপাশি নির্যাতনকারী ও ধর্ষণকারীকে সামাজিক ভাবে বয়কট করতে হবে ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, নারী নেত্রী সাফিয়া খাতুন, উন্নয়ন কর্মী আদিল হোসেন তপু প্রমূখ। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান