ভোলায় গেল ২৪ ঘন্টায় এক ব্যাংক কর্মকর্তা ও নারীসহ ৪ জন করোনায় আক্রান্ত।
রবিবার (২৪ মে) সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
সিভিল সার্জন আরও জানান, ভোলা সদর উপজেলায় নতুন আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বাড়ি ভোলা সদর উপজেলার পৌর ৯নং ওয়ার্ডে বসবাসকারী ব্যংক কর্মকর্তা। এছাড়া অন্যজন হলেন পৌর ৮ নং ওয়ার্ডের যুগীরঘোল এলাকার এক নারী বাসিন্দা। তিনি করোনা আক্রান্ত অপর এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী।
এ নিয়ে সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। আক্রান্ত দু’জনের বাড়ি লকডাউন করে তাদেরকে সেখানেই আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয় বলে জানান তিনি।