ভোলায় ইজিবাইক ও ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ জুন) ভোলা সড়কের কাইমুদ্দির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনসুর আলি সিকদার (৪০) চরফ্যাশন উপজেলার ওচমানগঞ্জ এলাকার বাসিন্দা এবং নিহত সিয়ামের (১২) বাড়ি উপজেলার আছলামপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হোসেন জানান, ইজিবাইকটি ১০ যাত্রী নিয়ে জনতাবাজার থেকে চরফ্যাশন যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘষ হয়। এতে ঘটনাস্থলে যাত্রী মনসুর আলী সিকদার মারা যায়।
চরফ্যাশন হাসপাতালে আনার পর সিয়ামের মৃত্যু হয়। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরজেড/রিজন