ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভোলা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচী ১২ অক্টোবর ২০১৯ শাখাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের বরিশাল জোনপ্রধান মোঃ আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার ও ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনপ্রধান এম জোবায়ের আজম হেলালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভোলা শাখাপ্রধান মুহাম্মদ আবুল কালাম আল আযাদ। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও ডেপুটি কেন্দ্র লিডারগণ উপস্থিত ছিলেন।