জেলার উপজেলা সদর থেকে ৪২ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে আলিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকা থেকে আটকরা হলো আব্বাস মিয়া (কানা আব্বাস) (৪০), নুরনবি মোল্লা (৩৪) ও আব্দুস সত্তার (৩০)। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা প্রত্যেকে সদর উপজেলার বাসিন্দা। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান