জেলার উপজেলা সদরের চরসামাইয়া ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির বন বিড়ালটি অবমুক্ত করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদরের বাঘমারা এলাকার গহীণ অরণ্যে অবমুক্ত করা হয়। এর আগে বুধবার বিকেলে সদরের খেয়াঘাট ব্রীজ সংলগ্ন এলাকার রেন্টাল পাওয়ার প্লান্ট থেকে বন বিড়ালটি উদ্ধার করা হয়।
বন বিভাগের সদরের রেঞ্জ কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, রেন্টাল পাওয়ারের কর্মরত সদস্যরা বুধবার বিকেলে তাদের মেশিন রুমে বনবিড়ালটি দেখতে পায়। এসময় সবাই মিলে বন বিড়ালটি আটক করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা এটি উদ্ধার করে আজ সকালে বাঘমারা এলাকার গহীণ অরণ্যে অবমুক্ত করেন। বিপন্ন প্রজাতির বিড়ালটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে বলে জানান তিনি।তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান