জেলার উপজেলা সদরে আজ ‘স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে দলিত অনগ্রসর জনগোষ্ঠী’র অন্তর্ভুক্তি’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নে দলিতদের পিছনে রাখা যাবেনা এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নগরিক উদ্যোগে’র সহযোগিতায় সোমবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিভ’তোশ রায়ের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। আরো বক্তব্য রাখেন.উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনছ মিয়া, জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, সমাজ সেবা অধিপ্তরের শহর কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, জেলা বিআরডিবি’র চেয়ারম্যান গৌরাঙ্গ চন্দ্র দে, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মো: জাকির হোসেনসহ আরও অনেকে। আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী এবিএম আনিসুজ্জামান।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। কিন্তু দলিত জনগোষ্ঠীকে পিছনে ফেলে সার্বিকভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান