ভোলায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধ আইসোলেশনে ইউনিটে

ভোলায় করোনাভাইরাসের উপসর্গ থাকায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ওই বৃদ্ধকে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করে ভোলা সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ৭০ বছরের ওই বৃদ্ধ জ্বর, সর্দি ও কাশি নিয়ে আসলে তাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত মঙ্গলবার রাতে বমি ও শ্বাসকষ্ট নিয়ে ভোলা সদর হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হলে রিপোর্ট নেগেটিভ আগে।

ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল পাঠানো হয়। তার মধ্যে ১৭৭ জনের নমুনা রির্পোট নেগেটিভ এসেছে।