বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ওই বৃদ্ধকে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করে ভোলা সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ৭০ বছরের ওই বৃদ্ধ জ্বর, সর্দি ও কাশি নিয়ে আসলে তাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত মঙ্গলবার রাতে বমি ও শ্বাসকষ্ট নিয়ে ভোলা সদর হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হলে রিপোর্ট নেগেটিভ আগে।
ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল পাঠানো হয়। তার মধ্যে ১৭৭ জনের নমুনা রির্পোট নেগেটিভ এসেছে।