ভোলায় করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি দৌলতখান উপজেলার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত ওই বৃদ্ধ সর্দি কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিন দিন আগে তার পরিবারের লোকজন তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।
অবস্থা আশঙ্কাজনক দেখে হসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করিয়ে চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। তবে এজমার রোগে তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।