ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৫০ বছরের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জের বাসিন্দা আলমগীর লালমোহনে ২৩ মে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বুধবার রাতে রিপোর্ট পজেটিভ আসে।
মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আসায় লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসকসহ বেশ কয়েকজন নার্স ও স্টাফকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী।
ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বোরহানউদ্দিনের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আরও ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় সাতজন, দৌলতখানে একজন, বোরহানউদ্দিনে দুজন এবং লালমোহন, চরফ্যাসন ও মনপুরা উপজেলায় তিনজন করে রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ জনে।