ভোলা জেলার ৭ উপজেলার ১০টি থানায় ছেলেধরা গুজব ও গণপিটুনি রোধে সচেতনতামূলক প্রচারণা চলছে।
জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে শহরের সদর রোড, নতুন বাজার, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পথসভা, মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে। সদর থানা ছাড়াও অন্য ৯টি থানা এলাকাতে একসাথে গুজব বিরোধী প্রচারে মানুষকে সজাগ করে তোলা হচ্ছে। শহর-গ্রাম সর্বত্র চালানো হচ্ছে গুজবের বিরুদ্ধে মাইকিং।খবর বাসস।
অতিরিক্ত পুলিশ সূপার মীর সাফীন মহমুদ কে বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়ানোর দায় জেলায় ইতোমধ্যে ১জনকে আটক করা হয়েছে। সদর দপ্তরের নির্দেশে জেলার ১০টি থানায় মঙ্গলবার থেকে প্রচারণা শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি ও বিট পুলিশিং-এর মাধ্যমে সবাইকে সচেতন করা হচ্ছে। এক সাথে মসজিদের ইমামদের মাধ্যমে মুসুল্লিদেরকেও বিষয়টি পরিষ্কার করা হচ্ছে। চলছে মাইকিং, লিফলেট বিতরণসহ নানান প্রচারণা।
আজকের বাজার/লুৎফর রহমান