চরফ্যাশন উপজেলায় সাগর মোহনার ঢাল চরের কাছে ১৭ মাঝি-মাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন।
অন্যদিকে, চরফ্যাশনের আরেকটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝি-মাল্লাসহ ১৪ জন হাতিয়ার সাগর মোহনায় চরে আটকা পড়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাগর মোহনার চরে আটকে ছিলেন।
উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান হাওলাদার জানান, স্থানীয় নুর ইসলাম মাঝির ট্রলার ১৭ মাঝি-মাল্লা নিয়ে শুক্রবার রাতে ঢাল চরের সাগর মোহনায় রাক্ষুসিয়া এলাকায় ডুবে যায়। পরে অন্য ট্রলারের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়।
ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে যাওয়া ট্রলারটির মালিক দুলাল মাঝি। তিনি জানান, তারা তিন দিন আগে ট্রলার নিয়ে বের হন। তাদের উদ্ধারের জন্য তিনি কোস্ট গার্ডের সহায়তা চেয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকরর্তা (ওসি) মনির জানান, তাকে বিষয়টি কেউ জানায়নি।
আজকের বাজার/লুৎফর রহমান