ভোলায় তরমুজ চাষিদের লোকসান পুষিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ

করোনাভাইরাসের প্রভাবে ভোলার দৌলতখানে ক্ষতিগ্রস্ত চাষিদের লোকসান পুষিয়ে নিতে তাদের কাছ থেকে তরমুজ ক্রয় করে কর্মহীন দরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে।

শনিবার সকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তরমুজ ক্রয় করে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। এর আগে বোরহানউদ্দিন উপজেলাতেও একইভাবে কৃষকদের কাছ থেকে তরমুজ ক্রয় করে তিনি হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছিলেন।

আলী আজম মুকুল বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে ভোলার তরমুজ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের লোকসান পুষিয়ে দেয়ার লক্ষ্যে খেত থেকে তরমুজ ক্রয় করে বিনামূল্যে বিতরণ করে যাচ্ছি।’

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ও পৌর মেয়র মো. জাকির হোসেন তালুকদারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা এ সময় উপস্থিত ছিলেন।