ভোলায় নতুন করে৬ জনের করোনা শনাক্ত, মোট ১৬ জন

ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলো ১৬ জন । এদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন।

শনিবার রাতে সিভিল সার্জন রতন কুমার ঢালি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সড়কের কাজী ফার্মের ৩৫ ও ২৩ বছর বয়সী দুইজন, সার্কিট হাউজ এলাকার ৪৪ বছর বয়সী একজন ও যুগীর ঘোল এলাকার ৩৮ বছর বয়সী ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে কাজী ফার্মের আক্রান্ত দুইজনের বাড়ি গোপালগঞ্জে। তারা আগেই বাড়ি চলে গেছেন। অন্য দুইজন তাদের বাড়িতেই রয়েছেন।

এছাড়া বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার হাজিরহাট এলাকায় ৩৫ ও ৩১ বছর বয়সী দুইজন আক্রান্ত হয়েছেন। তারা সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছেন।

মনপুরা হাসপাতালের মেডিকেল অফিসার মাহামুদুর রহমান জানান, আক্রান্ত দুইজনকে মনপুরা হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ভোলার সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম জানায়, জেলায় এ পর্যন্ত মোট ৯৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৭১৯ জনের রিপোর্ট এসেছে। ১৬ জনের পজেটিভ এবং বাকি সবার নেগেটিভ।