ভোলায় এবার এক পল্লী চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্তের বাড়িসহ সেখানকার পাঁচটি বাড়ি লক ডাউন করেছে জেলা প্রশাসন।
তার বাড়ি ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে। এ নিয়ে ভোলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ জনে।
এর আগে জ্বর, কাশি, গলা ব্যাথা ও ডাইরিয়া হলে গত ২৬শে এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠায়। ওই পল্লরী চিকিৎসকের চেম্বারে আসা রোগীদের মাধ্যমে তিনি করোনায় আক্রান্ত হতে পারে বলে তার পরিবার ধারণা করা হচ্ছে।
সিভিল সার্জন আরও জানান, করোনায় আক্রান্ত পূর্ব ইলিশার ওই পল্লী চিকিৎসককে বাড়িতে রেখেই চিকিৎসা করা হবে। অপরদিকে গতকাল মঙ্গলবার সদর উপজেলার পৌর ৭ নং ওয়র্ডের বিএভিএস রোডের করোনায় আক্রান্ত বাবা ও মেয়ের মধ্যে বাবাকে আজ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আক্রান্ত ওই পরিবারের অন্যান্য সদস্যসহ নতুন ২৫ জনের নমুনা সংগ্রহ করে আজ বরিশাল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান