শিশুবান্ধব বাজেটের আলোকে জেলার সদর উপজেলায় আজ ৫শত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এলজি এসপি-৩ প্রকল্পের আওতায় রবিবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের ৫১ নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫শত শিক্ষার্থীদের মাঝে এসব ব্যাগ তুলে দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ কিবরিয়ার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বশির আহমেদ।
আরো বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সেলিম জমাদ্দার, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ছোট ভাই মোস্তাফিজুর রহমান, আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির কামাল প্রমুখ।
এদিকে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে স্কুল ব্যাগ পেয়েকোমলমতি শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।
আজকের বাজার/লুৎফর রহমান