ভোলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই ও ভাইয়ের শ্যালক খুন

ভোলায় জমি নিয়ে দ্বন্দে বড় ভাইয়ের হাতে ছোট ভাই এবং ভাইয়ের শ্যালক খুন হয়েছে।

রোববার (১৩ মে) মধ্যরাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ভোটেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৈতৃক জমি নিয়ে মামুন এবং তার ছোট ভাই মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রাত সাড়ে ১১টার দিকে বাপ্তা ভোটের ঘর ব্রিজের ওপর বড় ভাই মামুন লোকজন নিয়ে ছোট ভাই মাসুমের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার শ্যালক জাহিদ মাসুমকে বাঁচাতে এলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করে। পরে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভোলা থানার ওসি ছগির মিয়া জানান, রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মামুনের দুই ছেলে শরিফ ও আরিফকে আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

আজকের বাজার/ এমএইচ