জেলায় আজ ভোক্তা সংরক্ষণ আইন-২০১৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ভোলা জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার আহসান কবির, পৌরসভার প্যানেল মেয়র মো. শাহে আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী ও সাইফুল ইসলাম প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভোক্তাদের অধিকার সুরক্ষিত রয়েছে। বিক্রেতারা চাইলেই অতিরিক্ত পণ্য মূল্য নির্ধারণ করতে পারেনা। এ জন্য দরকার ব্যাপক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ। তাই এই আইন বাস্তবায়নে আরো বেশি জনসচেতনতা বৃদ্ধির আহবান জানান তারা।পরে প্রজেক্টরের মাধ্যমে ভোক্তা অধিকারের বিষয়টি সচিত্র তুলে ধরা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান