জেলার উপজেলা সদরে আজ লকডউনে গৃহবন্ধী মানুষের জন্য ভ্রাম্যমাণ মাছ বাজারের ব্যবস্থা করা হয়েছে। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোতিায় প্রথম দিন ৩৮ টি ভ্যানের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এসব মাছের মধ্যে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ রয়েছে।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বাসস’কে জানান, লকডউনে মানুষের যাতে মাছের চাহিদা পূরণে কোন সমস্যা না হয় সে জন্য এ ব্যবস্থা। সকাল থেকেই ভ্যানে করে বিক্রেতারা বাড়িতে বাড়িতে গিয়ে নির্ধারিত মূল্যে মাছ বিক্রি করছে। যেহেতু এখন অভ্রায়শ্রমে মৎস্য শিকার নিষিদ্ধ তাই পুকুর বা ঘেরে চাষের মাছ বিক্রি হচ্ছে। যতদিন লকডউন থাকবে ততদিন এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।