চরফ্যাশন ও মনপুরার পৃথক পৃথক স্থানে তিনটি জেলেদের মাছ ধরার ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। দুটি ট্রলারের মাঝি মাল্লাসহ মোট ২৯ জন জেলের নিখোঁজ রয়েছে। নিখোঁজ বিষয়টি চরফ্যাশন, দুলারহাট থানার ওসি ও কোস্টগার্ড নিশ্চিত করেছেন।
মনপুরা উপজেলা মৎস্য ঘাট থেকে ১৪ জেলে ও চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎসঘাটের বাবুল মাঝি ও নুরাবাদের শাজাহান মাঝির দু‘টি ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলে বৈরি আবহাওয়ার ও ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। সরজমিনে নিখোঁজ পরিবারের কাছ থেকে জানা যায়, ২৯ জেলের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
চরফ্যাশনের দক্ষিণ আইচা কোস্টগার্ড পেটি অফিসার অলিউল্যাহ বলেন, আমরা নৌ-যান নিয়ে ঢালচর এলাকায় জেলেদের উদ্ধারের জন্যে ট্রহল দিচ্ছি। বিভিন্ন স্থানের সোর্সদের কাছে নিখোঁজ জেলেদের সন্ধান নেয়ার চেষ্টা চলছে।
আজকের বাজার/লুৎফর