ভোলায় মাথা কাটার গুজব ছড়ানোর অভিযোগে সহিদ হাওলাদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।সে চর মিল্টন গ্রামের মো: আলী হাওলাদারের ছেলে।
জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মো: কায়সার আজ বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন,গত কয়েকদিন ধরে একটি চক্র পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন অপ-প্রচার চালাচ্ছে। বিষয়টি আমলে নিয়ে জেলা পুলিশ মাঠে নামে। পরে বুধবার বিকেলে অভিযান চালিয়ে সহিদকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়। পরে তার মোবাইলে তল্লাশী করে ফেসবুকে গুজব ছড়ানোর সত্যতা পাওয়া যায়।
পুলিশ সুপার জানান, গুজব ছড়ানোর অভিযোগে প্রাথমিকভাবে পুলিশ জেলায় চারজনকে সনাক্ত করেছে। মূলত সরকারের উন্নয়নমূলক কাজকে ব্যাহত করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান