মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো, স্লোগান নিয়ে জেলায় আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সমানে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
এখানে জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক বলেন, মাদক আজ আমাদের দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে যুব সমাজের একটা বিরাট অংশ এর শিকার হচ্ছে। তাই এর বিরুদ্ধে এখনই সকলকে সোচ্চার হতে হবে। মাদকের কুফলগুলো তুলে ধরে এর বিরুদ্ধে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। পাশাপাশি ধর্মীয় অনুশাসন ও পারিবারিক শিক্ষার উপর জোর দিতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, পরিদর্শক এস এম এলতাসউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদ সম্মেলন করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যপী বিভিন্ন কার্যক্রম পালন করছে সরকারি এ প্রতিষ্ঠানটি। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান