ভোলায় রোহিঙ্গা সন্দেহে আটক ৩ জন

ভোলায় রোহিঙ্গা সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (৩জুলা্ই)  দুপুর সাড়ে ১২টার দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা ও সচিব নিরব হোসাইনের স্বাক্ষরিত একটি জন্ম নিবন্ধন সনদসহ মো. ফিরোজ নামের এক ব্যাক্তি আনোয়ারা বেগম নামের এক  নারীকের শ্যালিকা পরিচয়ে ভোলা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে নিয়ে আসে।

এ সময় পাসপোর্ট অফিসের লোকজন তাদের সন্দেহজনকভাবে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ফিরোজ জানান, তিনি লালামোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবু মিয়ার ছেলে ও তার স্ত্রী হালিমা খাতুনের বাবার বাড়ি কক্সবাজারের ঈদগাহ এলাকায়। ফিরোজ চট্টগ্রামে গাড়ি চালান।

ফিরোজ আরও জানান, তিনি চট্টগ্রাম থাকার সুবাদে আনোয়ারা বেগমকে কক্সবাজারের রামু থেকে বিগত আট বছর আগে তার গ্রামের বাড়ি লালমোহনে এনেছেন। তার মা-বাবা কেউ জীবিত নেই। তাই তাকে সৌদি প্রাবসী এক ব্যাক্তির সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পাসপোর্ট করতে নিয়ে আসেন।

ভোলা সদর মডেল থানার ওসি মো. ছগির মিঞা  জানান, আনোয়ারা নামে এক নারীকে রোহিঙ্গা সন্দেহে আটক করেছি। এ সময় তাকে সঙ্গে করে নিয়ে আসা মো. ফিরোজ ও তার স্ত্রী হালিমা খাতুনকেও আটক করেছি। এদের মধ্যে ফিরোজ ও হালিমার বাড়ি বাংলাদেশে।

তবে আনোয়ারা বেগম রোহিঙ্গা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। রোহিঙ্গা প্রমাণ হলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাজার/এসএম