জেলায় আজ কোভিড-১৯ ভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া ১০০ জন সংস্কৃতিসেবীর মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসনের আয়োজনে এসময় সদর উপজেলার ৪০ জন সংস্কৃতিকর্মীদের মাঝে নগদ ৫ হাজার করে টাকার চেক ও অন্যান্য উপজেলার ৬০ জনের অর্থ সংশ্লিষ্ট ইউএনওদের মাঝে বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিেেস্ট্রট সুজিত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার তানভির আহমেদ, এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রিদোয়ানুল ইসলাম, আবৃত্তি শিল্পী মশিউর রহমান, সংগীত শিল্পী উত্তম কুমার, বাধন তালুকদার, মেজবাহুল আলমসহ আরও অনেকে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান