জেলায় আজ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে আর্থিক সহায়তার লক্ষে চেক প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতাহার মিয়া। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সূপার (সদর সার্কেল) মহাসিন আল ফারুক, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মইন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, অনুষ্ঠানে জেলার মোট ৪০টি সংস্থাকে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। প্রত্যেকের সংস্থাকে ৩০ থেকে ৩৫ হাজার টাকার চেক দেয়া হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান