ভোলার চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।
বৃহস্পতিবার (২১ জুন) সকালে উপজেলার হ্যালিপ্যাড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন মোঃ মনছুর সিকদার (৪৫) ও সিয়াম (১২)। নিহত মনছুর চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা রহিম সিকদারের ছেলে ও সিয়াম একই উপজেলার আসলামপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ মাসুদের ছেলে।
চরফ্যাশন থানার ওসি মোঃ এনামুল হক জানান, একটি ট্রলি মাল নিয়ে চরফ্যাসনের বেতুয়া থেকে ওসমান গঞ্জ বালি নিয়ে যাওয়ার সময় হেলিপ্যাড রোড এলাকায় বিপরীত দিন থেকে আসা যাত্রীবাহি বোরাকের মুখো মুখি সংর্ঘষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মনছুরের মৃত্যু হয় ও শিশু সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
এছাড়া এ ঘটনায় আরও ৬ জন যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজকের বাজার/একেএ