জেলার উপজেলা সদরে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ট্রাকের সাথে মোটর সাইকেল’র মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। মৃতরা হলো জেলার তজুমোদ্দিন উপজেলার লোকেশ চন্দ্রের ছেলে কল্প চন্দ্র দে (২৫) ও পিরোজপুর জেলার ভান্ডরিয়ার থানার লোকেশের ছেলে বাপ্পি অনিক (২৪) ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাপ্পি ও কল্প ইলিশা এলাকা থেকে ভোলা শহরের দিকে যাওয়ার পথে ভোলা –লক্ষীপুর সড়কের বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকার বিপরীত দিক থেকে আসা একটি বিটুমিনবাহী ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষের্ তারা আহত হয় ।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) নেয়া হয়। রাত ৮টায় শেবাচিমে তারা মারা যায়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেস্টা চলছে।