পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভোলায় ৭ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের দু’দফা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার ২১টি চরের ৩ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে আনার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। উপকূলবাসীকে সতর্ক করে রাতভর মেঘনার পাড়ে মাইকিং করে জেলে ও স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে যেতে বলছে সিপিপি সদস্যরা। সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য অতিরিক্ত ৪০০টিসহ সর্বমোট ১১০৪টি আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে।