ভোলায় ১১ জেলের কারাদন্ড ও জরিমানা

জেলার উপজেলা সদরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১১ জেলেকে ১ বছর করে কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একইসাথে আরো ১ মাসের দন্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে মেঘনা নদীর ভোলার খাল এলাকা থেকে জেলেদের আটক করা হয়। পরে বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাদের এ দন্ড’র আদেশ দেন।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, দন্ডপ্রাপ্তরা সবাই সদর উপজেলার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার মিটার অবৈধ জাল, ৬০ কেজি মাছ ও ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। মাছ দুস্থদের মাঝে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত নৌকা নিলামে বিক্রি করা হবে। জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে অভিযানে স্থানীয় প্রশাসন সহযোগিতা করেছে। উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জেলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমটার এলাকার ২টি অভায়শ্রমে আজ থেকে শুরু হয়েছে ২ মাসের সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা। এ সময়টাতে অভায়শ্রমে ঝাঁকে ঝাঁকে ইলিশের পোনা অবস্থান করে। তাই অন্য মাছ ধরার জাল পড়লে ইলিশের বাচ্চা মারা পড়তে পারে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান