‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে জেলার বোরহানউদ্দিন উপজেলায় ২ জুলাই, ২০১৯ , ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।খবর বাসস।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসাবে এসব উপকরণ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খানম রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/লুৎফর